উল্টোডাঙা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় মৃত্যু

ভোর সাড়ে পাঁচটা নাগাদ উল্টোডাঙা উড়ালপুলে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ইএম বাইপাসের দিক থেকে আসা একটি বাইক অন্য একটি গাড়ির সঙ্গে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে যায়। একটি বাইকে ছিলেন চারজন যাত্রী। এবং পুলিশ সূত্রে খবর, তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না। এই দুর্ঘটনায় ইতিমধ্যেই দু’জনের মৃত্যু হয়েছে। আর দু’জনের চিকিৎসা চলছে তবে তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।