ঘটনাটি ঘটেছে কোচবিহারের গুঞ্জাবাড়িতে। একই পরিবারের স্বামী, স্ত্রী ও ছেলের দেহ উদ্ধার হয় একটি বাড়ি থেকে। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় স্বামীকে। অন্য ঘর থেকে পাওয়া যায় স্ত্রী ও ছেলের দেহ মেঝেতে পড়ে থাকা অবস্থায়। দিনহাটার বাসিন্দা উৎপল বর্মন কাজ করতেন আচার্য বজেন্দ্রনাথ শীল কলেজে। কর্মসূত্রেই থাকতেন কোচবিহারে। গত মঙ্গলবার শেষ কথা হয়েছিল পরিবারের অন্যান্যদের সঙ্গে। বাড়ি ফেরার কথা ছিল। সে কথা তিনি বাড়ির মালিককেও জানিয়েছিলেন। তার পর পরিবারের লোকেরা উৎপলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও পারেননি। বৃহস্পতিবার তাঁরা উৎপলের ভাড়া বাড়িতে হাজির হন। সাড়া না পেয়ে দরজা ভেঙে তিন জনকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা। পুলিশের কাছে খবর গেলে তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ বোঝা যাবে বলে মনে করা হচ্ছে।