দিল্লির সরকে আবার গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর। শুধু তাই নয়, গাড়ির ধাক্কায় ছিটকে সেই গাড়িরই ছাদে উঠে গিয়েছিল আহত মানুষটি। তাও থামেনি এসইউভি চালক। আশপাশের গাড়ি থেকেও তাকে বার বার থামানোর চেষ্টা করা হয়। কিন্তু তিন কিলোমিটারের বেশি টেনে নিয়ে যায় সেই গাড়ি। ঘটনাটি ঘটেছে দিল্লি হাই সিকিউরিটি ভিআইপি জোনে। শেষ পর্যন্ত গাড়ির ছাদ থেকে ছিটকে পড়েন সেই ব্যক্তি। তার পরই মৃত্যু হয় তাঁর। পুরো ঘটনাটিকে ক্যামেরাবন্দি করেছেন সেখানেই থাকা কোনও গাড়ি। জানা গিয়েছে, গাড়িটি একটি স্কুটারকে ধাক্কা দেয়। যেখানে দু’জন ব্যক্তি ছিলেন। ধাক্কায় একজন দূরে ছিটকে পড়েন আর একজন উঠে উঠে যান গাড়ির ছাদে। মৃত ব্যক্তির নাম দীপাংশু ভর্মা।