ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত একটা স্পেল। আর তাতেই ধরাশায়ী ব্রিটিশরা। ৭.২ ওভারে ১৯ রান দিয়ে ৬ উইকেটে তুলে নিয়েছেন জসপ্রিত বুমরা মঙ্গলবারই। আর বুধবার আইসিসি ওডিআই বোলিং র্যাঙ্কিংয়ে সবাইকে পিছনে ফেলে একলাফে উঠে এলেন এক নম্বরে। তিনি পিছনে ফেললেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও পাকিস্তানের শাহিন আফ্রিদিকে। বুমরার পাশাপাশি এই ম্যাচে তিন উইকেট নিয়েছেন মহম্মদ শামি। তাঁরও র্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি হয়েছে। তিনি পৌঁছে গিয়েছেন ২৩-এ। যদিও ভারতের হয়ে ব্যাট হাতে সফল রোহিত শর্মা ৭৬ রানে অপরাজিত থেকেও র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারেননি। ব্যাটিং র্যাঙ্কিংয়ে চার নম্বরেই থেকে গিয়েছেন তিনি। না খেলেও তিন নম্বরেই থেকে গিয়েছেন বিরাট কোহলি।