দীপাবলিতে সুখবর পেল সাধারণ মানুষ। আকাশচুম্বি পেট্রল, ডিজেলের দামে কিছুটা হলেও স্বস্তি মিলতে চলেছে। বুধবারই দুই পেট্রোপন্যের উপর বড় অঙ্কের শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। নতুন দামে পেট্রলের দামে ৫ টাকা ও ডিজেলের দামে ১০টাকা শুল্ক কমানোর কথা ঘোষণা করা হয়েছে। যার ফলে এই দুই পেট্রোপন্যের দাম যে কমবে সেটাই স্বাভাবিক। সেটা কত হবে এখন সেটাই বড় প্রশ্ন। এদিন মধ্য রাত থেকেই লাগু হবে পেট্রল, ডিজেলের নতুন মূল্য।