আগেও কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা দেবী। এই নিয়ে দ্বিতীয়বার আক্রান্ত হলেন। মঙ্গলবার তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ ছিল তাঁর। তখনই করোনা পরীক্ষা করা হয়। তাতেই রিপোর্ট পজিটিভ আসে। ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি স্থিতিশীলই রয়েছেন। জানা গিয়েছে, শ্বাসের সমস্যা যাতে না হয় তাই আগে থেকেই অক্সিজেন দেওয়াও হচ্ছে। অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। বয়সের কারণেই আগাম এত ব্যবস্থা করা হয়েছে স্বাভাবিক। এর আগে তিনি ছাড়াও সৌরভের পরিবারের প্রায় সকলেই কোভিড আক্রান্ত হয়েছে। স্বয়ং সৌরভও কোভিড পজিটিভ হয়েছিলেন।