কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে এলেন দ্রৌপদী মুর্মু। দুপুর ১২টা নাগাদ তিনি শহরে নামেন।  সেখানে তাঁর জন্য ছিল গার্ড অফ অনারের ব্যবস্থা। দু’দিনের সফর রয়েছে তাঁর। কলকাতা বিমান বন্দর থেকে চপারে সোজা উড়ে যান রেসকোর্সে। সেখান থেকে তিনি যান নেতাজি ভবনে। সেখানে কিছু সময় কাটিয়ে যান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। রেসকোর্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভ্যর্থণা জানান রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতির পুরো সফরেই সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও  রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। রাজভবনেই এদিনের মধ্যাহ্নভোজ সারেন তিনি। দু’দিনের সফরে তিনি আরও বিভিন্ন জায়গায় যাবেন।