কার্লসেনকে হারিয়ে চমক দিলেন এক ভারতীয়

চতুর্থ ভারতীয় হিসেবে ম্যাগনাস কার্লসেনকে রুখ দিলেন গ্র্যান্ডমাস্টার ভিদিত গুজরাথি। প্রো চেস লিগে অনলাইন ম্যাচে তিনি এই অসাধ্যসাধন করেছেন। ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে গিয়ে গুজরাথি বিশ্বের এক নম্বর দাবা তারকার একটা ভুলকেই কাজে লাগিয়ে বাজিমাত করেন। যিনি মিস করে যান চেকমেট। প্রো চেস লিগে কানাডার চেসব্রাসের হয়ে খেলছিলেন তিন। এই টুর্নামেন্টে গোটা বিশ্ব থেকে বিভিন্ন দেশের দল অংশ নিয়েছে। যেখানে ১৬টি দল খেলছে র‍্যাপিড গেমস। যার পুরস্কার মূল্য ১৫০,০০০ আমেরিকান ডলার।