পুজোর আবহে মানুষ ভুলতে বসেছে রাজ্য থেকে এখনও কোভিড নির্মূল হয়ে যায়নি। ভিড়, ঠেলাঠেলি, মাস্ক না পরা সবই দেখা যাচ্ছে পঞ্চমী থেকেই। তার মধ্যেই রাজ্যে কিছুটা হলেও কমল কোভিড সংক্রমণ সঙ্গে মৃত্যুও। এদিন আক্রান্ত হয়েছেন ৭৬০ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। যা শনিবারের তুলনায় কম হলেও নেহাৎই কম নয়। আতঙ্ক বাড়াচ্ছে উৎসবে মাতোয়ারা মানুষের ঢল। ভাবাচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ। যেখানে যথাক্রমে আক্রান্ত হয়েছেন ১৬৬ ও ১২৩ জন। বাংলার জেলার মধ্যে এখনও পর্যন্ত সফলভাবে করোনা থেকে মুক্তির পথে এগিয়েছে কালিম্পং ও উত্তর দিনাজপুর।