কোভিড আতঙ্ক উত্তর ২৪ পরগনায়

১০০-র নিচে নামছে না উত্তর ২৪ পরগনার দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। পর পর তিন দিন তা থাকল ১০০-র উপর। এদিন এই জেলায় আক্রান্ত হন ১০১ জন। বেড়েছে কলকাতার আক্রান্তের সংখ্যাও। হয়েছে ৭৪। দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমেছে দার্জিলিং। সেখানে আক্রান্ত হয়েছেন ৬৭ জন। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুরও চোখ রাঙাচ্ছে দৈনিক সংক্রমণে। যার ফলে রাজ্যের দৈনিক সংক্রমণও কমছে না। ২৪ ঘণ্টায় রাজ্যের কোভিডে আক্রান্ত হয়েছেন ৭১১ জন। সেদিক থেকে দেখতে গেলে কমেছে মৃত্যু। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। সঙ্গে কমেছে টিকাকরণও। যা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ।