কোভিড নিয়ে প্রধানমন্ত্রীর মিটিং

হঠাৎই দেশে হুহু করে বাড়ছে কোভিড-১৯। নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী একদিনের দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১১৩৪ জন। যার ফলে দেশের অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০২৬-এ। বুধবার এই বার্তায় দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। একদিনে পাঁচ জনের মৃত্যুও হয়েছে। যা প্রশাসনের কপালের ভাজ বাড়ানোর জন্য যথেষ্ট। যার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়ে ৫,৩০,৮১৩। যে পাঁচ জনের মৃত্যু হয়েছে তাঁরা চণ্ডিগড়, দিল্লি, মহারাষ্ট্র, কেরালা ও গুজরাতের বাসিন্দা। দেশের এই ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতি দেখে তড়িঘড়ি গুরুত্বপূর্ণ মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।