কমনওয়েলথ গেমস ২০২২-এর মঞ্চে এমনটাই ঘটল রবিবার। রবিবার মহিলা ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। আর সেখানেই ঘটল এমন ঘটনা। যদিও ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়াই। রুপো নিয়েই সন্তুষ্ঠ থাকতে হল ভারতকে। কিন্তু সেই সবকে ছাঁপিয়ে গেল কোভিড পজিটিভ অবস্থায় টালিয়া ম্যাকগ্রার খেলতে নামা। জানা যাচ্ছে খেলতে নামার ঠিক আগেই জানা যায় তিনি কোভিড পজিটিভ। সেটা আইসিসি-কেও জানানো হয় অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। এবং এও জানা যাচ্ছে যে আইসিসি তাঁকে খেলার অনুমতি দেয়। টসের সময় জানতে পারে ভারতীয় দল। কিন্তু আইসিসি অনুমতি দেওয়ায় তাঁরাও কোনও প্রতিবাদ করতে পারেনি। এই পুরো ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে।