বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিন দুরন্ত বল করে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করার মালিক তিনিই। কিন্তু সেদিন থেকেই পিছু নিয়েছে বিতর্ক। বল করার সময় হাতের আঙুলে ক্রিম লাগানো নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। সেটা ফিল্ড আম্পায়ারের অনুমতি ছাড়াই করেছিলেন তিনি। যার ফলে তাঁকে জরিমানা করল আইসিসি। কেটে নেওয়া হল তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ। সঙ্গে যুক্ত হল একটি ডিমেরিট পয়েন্টও। খেলার মাঝে দেখা যায় জাডেজা মহম্মদ সিরাজের থেকে কিছু একটা নিয়ে বাঁহাতে হাতের তালু ও তর্জনীতে মাখছে। যদিও সেই ক্রিম মেডিক্যাল কারণেই যে ব্যবহার করা হয়েছিল তা নিয়ে নিশ্চিত আইসিসি। অনুমতি না নিয়ে করাটাই আসলে ভুল হয়েছে।