পুজোর ছুটিতে শিলিগুড়ি থেকে মিরিক বেড়াতে গিয়েছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মী জয় ঘোষ। প্রতি বছরই স্বপরিবারের বেরিয়ে পড়েন তাঁরা। এবারও একই পরিকল্পনা করেছিলেন। সেই মতো গিয়েছিলেন মিরিকে। শিলিগুড়ি থেকে মিরিক খুবই কাছে। নবমীর সন্ধেয় সেখান থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা। শিলিগুড়ির শিবমন্দির এলাকায় থাকে এই পরিবারটি। ফেরার পথে গয়াবাড়ি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। রাতে খোঁজ পাওয়া না গেলেও শুক্রবার সকালেই সকলকে উদ্ধার করা হয়। দুর্ঘটনায় গাড়ির চালক, জয় ঘোষ ও তাঁর মা-য়ের মৃত্যু হয়েছে। বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।