খাদে পড়ল পুণে-মুম্বই রুটের বাস

শনিবার বড় দুর্ঘটনার মুখে পড়ল পুণে থেকে মুম্বইগামী একটি বাস। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় এলাকায়। বাসে ছিল স্থানীয় একটি মিউজিক গ্রুপ, যার নাম ‘বাজি প্রভু ভারাক গ্রুপ’। মুম্বইয়ের গোরেগাওয়ের এই গ্রুপ। পুণেতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিল তাঁরা। ভোর ৪.৫০ নাগাদ ঘটে দুর্ঘটনা। এই ঘটনায় কম করে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ২৭ জন আহত। মৃত ও আহতরা মুম্বইয়ের সিয়ন, ভিরার ও গোরেগাওয়ের বাসিন্দা। আহতদের খাপোলি রুরাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেরই বয়স ১৮ থেকে ২৫-এর মধ্যে।