গ্রেফতার হলেন গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত। এনামুল হককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লি থেকে গ্রেফতার করা হয় এনামুলকে। শনিবার তাকে আদালতে পেশ করা হতে পারে। মনে করা হচ্ছে এদিন তাকে আদালতে তোলা হলে তার হেফাজত চাইতে পারে ইডি। আগেও গ্রেফতার হয়েছিল এনামুল। ২০২০-তে তাকে এই একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করেছিল সিবিআই। টানা ২ বছর ধরে জেলে থাকার পর জানুয়ারিতে সে জামিন পায়। সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে শেষ পর্যন্ত জামিন পায় সে। কিন্তু বেশিদিন বাইরে থাকা হল না। আবারও একই মামলায় তাকে গ্রেফতার করা হল। হঠাৎ করেই গরু পাচার কাণ্ড নিয়ে তৎপড়তা বেড়ে গিয়েছে।