গায়ে পেট্রোল ঢেলে নিজেদের জ্বালিয়ে দেওয়ার হুমকি

মণিপুরের রাজধানী ইম্ফলে একদল যুবক তাদের মাথায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আরামবাই টেংগোল (এটি) নামের এই স্বেচ্ছাসেবক সংগঠনটি মেইতেই-কুকি জাতিগত সংঘর্ষে অংশগ্রহণের অভিযোগে গঠিত। নিরাপত্তা বাহিনী এটিj নেতা কানন সিংকে গ্রেফতার করার পর শনিবার রাতে ইম্ফলে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। ইম্ফলের কিছু বাসিন্দা গুলির শব্দ শুনতে পেয়েছেন বলেও জানিয়েছেন। বিক্ষোভের ভিডিওতে দেখা গেছে, কালো টি-শার্ট পরা একদল যুবক পেট্রোলের বোতল হাতে ধরে আছেন। তাদের একজনকে বলতে শোনা গেছে, “আমরা অস্ত্র ত্যাগ করেছি। বন্যার সময় তোমাদের যা করার কথা ছিল তা আমরা করেছি। এখন তোমরা আমাদের গ্রেফতার করছো। আমরা নিজেদের হত্যা করব।”