বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়াগাম উলুবেড়িয়া লোকাল। চলন্ত অবস্থাতেই দুটো বগির মাঝের কাপলিং খুলে যায়। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি বলেই মনে করা হচ্ছে। না হলে ট্র্যাক থেকে ছিটকে যেতে পারত কামরাগুলো। বৃহস্পতিবার সকাল ০৮.০৮ মিনিটের উলুবেড়িয়া-হাওড়া লোকালটি আবাদা স্টেশনের ঢোকার সময়ই গাড়ির সাত ও আট নম্বর কামরা দুটোর মাঝের কাপলিং খুলে যায়। কাপলিং হল সেই জিনিস যা দিয়ে একটা কামরার সঙ্গে আর একটি কামরে জুড়ে থাকে। কাপলিং খুলে যাওয়ায় চলন্ত ট্রেনে প্রচন্ড ঝাঁকুনি হয় এবং ট্রেনটি থেমে যায়। স্বাভাবিকভাবেই ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সেখানেই ট্রেন খালি করে দেওয়া হয়। বিকল্প ট্রেনে যাত্রীদের গন্তব্যের উদ্দেশে রওনা করানো হয়। ঘটনাস্থলে পৌঁছন ইঞ্জিনিয়াররা। কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।