শুক্রবার ভোররাতে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাসভর্তি কলেজ পড়ুয়া। এদিন সকালে মেট্রোপলিটনের দিক থেকে একটি ভলভো বাস চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। কিছু প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, বাসের গতি অত্যন্ত বেশি ছিল। সেই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টোদিকের রাস্তায় ঢুকে পড়ে বাসটি। তখনও থামেনি বাস। ওই অবস্থায় পাশের একটি দোকানকে পুরো গুড়িয়ে দেয়। প্রবল শব্দে আশপাশের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। তাঁরা দ্রুত বেরিয়ে এসে বাস থেকে পড়ুয়াদের উদ্ধার করে। জানা গিয়েছে ন’জন আহত হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সেই তিনজনকে এসএসকেএম-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। বাকিদের পাঠানো হয় এনআরএস মেডিক্যাল কলেজে। তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বাসচালক পলাতক।