বাংলা সিনেমায় তিনি একটি নাম। তিনি তরুণ মজুমদার। তাঁর হাত ধরেই বাংলা সিনেমার জগত পেয়েছে একের পর এক হিট ছবি, হিট নাটক, নায়িকা। সেই তরুণ মজুমদারের গুরুতর অসুস্থতার খবরে ক্রমশ উদ্বেগ বাড়ছে টলি পাড়ায়। তাঁর সেপ্টিসেমিয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জ্ঞান নেই বলা যেতে পারে। বহু দিন ধরে তাঁর কিডনির সমস্যা ছিল। গত ২২ বছর কিডনির চিকিৎসা করে সুস্থই ছিলেন। তবে বয়স ৯২ ছুঁয়েছে। যার ফলে একাধিক রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে। কিডনির সমস্যা ছাড়াও ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যা রয়েছে তাঁর। তাঁর চিকিৎসায় মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। অক্সিজেন চলছে বিপুল পরিমাণে। রাইলস টিউব দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে।