ভারতের বিরুদ্ধে শেষ দুটো টেস্টে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টে খেললেও ব্যাট হাতে সাফল্য আসেনি তাঁর। এবার চোটের জন্য ছিটকেই যেতে হল টেস্ট সিরিজ থেকে। বাঁহাতের কনুইয়ে চির ধরেছে তাঁর। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে তাঁর না খেলার কথা নিশ্চিত করা হয়েছে। নয়া দিল্লি টেস্টেই চোট পান তিনি। মনে করা হচ্ছে একদিনের সিরিজে দলে ফিরতে পারেন তিনি। আপাতত দেশে ফিরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। দেশে ফিরে রিহ্যাবে থাকবেন তিনি।