একে তো হার তার উপর জরিমানা। এক কথায় রবিবারটা মোটেওবাল গেল না কেকেআর অধিনায়ক নীতীশ রানার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে মুম্বই বোলার হৃত্বিক শোকিনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন নীতীশ। যা আইপিএল আইনিরে নিয়ম বিরুদ্ধ। ঘটনাটি ঘটে কলকাতার ব্যাটিংয়ের নবম ওভারে। হৃত্বিকের বলেই রমনদীপকে ক্যাচ দিয়ে আউট হন নীতীশ। তার পর হৃত্বিক কিছু মন্তব্য করেন তাতে পাল্টা জবাব দেন নীতীশ। যার ফলে দু’জনকেই জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি জানিয়েছেন, আইপিএল-এর নিয়ম ভাঙায় নীতীশ রানার ম্যাচ ফি-র ২৫ শতাংশ ও হৃত্বিকে ১০ শতাংশ কেটে নেওয়া হবে।