দু’মাস পর জামিনে মুক্তি পেলেন রিজ কুন্দ্রা। প্রাণ ছবি তৈরি করার দায়ে তাঁকে গ্ৰেফতার করা হয়েছিল। এদিন মুম্বই আদালত তাঁর জামিনের আর্জিকে সবুজ সঙ্কেত দেয়। ৫০ হাজার টাকার বিনিময়ে তাঁকে এদিন জামিন দিলে আদালত। গত বৃহস্পতিবারই এই মামলায় ১৪০০ পাতার চার্জশিট দাখিল করে মুম্বই পুলিশ। শনিবার রাজ কুন্দ্রা আবারও জামিনের জন্য আবেদন জানান এই বলে যে, আপাতত তদন্ত শেষ হয়ে গিয়েছে। এতদিন তথ্য-প্রমাণ নষ্ট করতে পারেন বলে তাঁকে আটকে রেখেছিল মুম্বই পুলিশ।