ঝলসে গেল বাবা-ছেলে

বৃহস্পতিবার ভোরে তিলজলা এলাকার একটি দোকানে আগুন লাগে। সেই সময় দোকানের ভিতরেই ছিলেন তিন জন। ঘুমের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই ঝলসে যান তিনজন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে মৃত বলে ঘোষণা করা হয়। একজনের চিকিৎসা চলছে। যে দু’জনের মৃত্যু হয়েছে তাঁরা বাবা-ছেলে বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। জানা গিয়েছে এটি একটি হাওয়াই চটি রঙ করার দোকান ছিল। যাঁকে জীবিত উদ্ধার করা হয়েছে তিনি ওই পরিবারেরই ছোট ছেলে।