ট্যাংরার বস্তিতে বিধ্বংসী আগুন

রবিবার দুপুরের ঘটনা। হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠে ট্যাংরার বস্তির একাংশ। ক্রিস্টোফার রোডের এই বস্তিতে আগেও আগুন লাগার ঘটনা ঘটেছে। এবারের আগুন যেন সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন। যা দেখে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সকলেই প্রাণ বাঁচাতে বস্তির এলাকা ছেড়ে পালাতে শুরু করে। কেউ ন‌িজের জিনিসপত্র রক্ষা করতে পারেননি। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছয়। ততক্ষণে গোটা এলাকা চলে গিয়েছে আগুনের গ্রাসে। ফাটতে থাকে একের পর এক গ্যাস সিলিন্ডার। যার ফলে আগুন আরও ভয়ঙ্কর আকাড় নেয়। জানা গিয়েছে বন্ধ কারখানায় প্রথমে আগুন লাগে তার পরই ছড়িয়ে পড়ে বস্তিতে।