হাওড়ার ডোমজুড়ের মাকড়দহে রবিবার সকালে খুন হলেন এক ব্যবসায়ী। বাড়ির সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতিরা। যদিও যে খুন হয়েছে সেও এলাকার সমাজবিরোধী। মৃত ব্যক্তির নাম তাপস দলুই। আগে জেলেও গিয়েছে সে। এর আগে তার বাড়িতে ঢুকে তাকে খুনের চেষ্টা করা হয়। এদিন বাড়ি থেকে বাজার করতে বেরিয়েছিল তাপস। বাজারেরই এক মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় দু’জন দৃষ্কৃতি এসে তার উপর গুলি চালায়। জানা যাচ্ছে হেলমেট পরা ছিল তাপস। হেলমেট ভেদ করে গুলি মাথায় লাগে। গায়ের বিভিন্ন জায়গায়ও গুলি লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে দিয়ে মৃত বলে ঘোষণা করা হয়।