মঙ্গলবারই জানা গিয়েছে আতসুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ধ্বংসস্তুপ থেকে। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তুরস্ক থেকে এল দুঃখের খবর। ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা আট হাজার পাড় করে গিয়েছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা। তার মধ্যেই খবর এল তুরস্কের দ্বিতীয় ডিভিশন ক্লাব ইয়েনি মালাতইয়াস্পোরের গোলকিপার ইউপ তুরকাসলানের মৃত্যু হয়েছে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে। তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা না গেলেও তাঁর স্ত্রীকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে।