তুরস্কে ধ্বংসস্তুপে আটকে ১০ ভারতীয়

তুরস্কে পাকাপাকিভাবে থাকেন প্রায় হাজার তিনেক ভারতীয়। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে যেভাবে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা তাতে সেখানে থাকা ভারতীয়দের নিয়েও উদ্বেগ বাড়ছিল। সঙ্গে সঙ্গেই তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত। সাহায্য করছে উদ্ধারকার্যে। জানা গিয়েছে ১০ জন ভারতীয় আটকে রয়েছেন ধ্বংসস্তুপের মধ্যে। তবে এটাও নিশ্চিত করা হয়েছে, তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন। শুধু একজন ভারতীয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বেঙ্গালুরু থেকে ব্যবসার কাজে তুরস্কে গিয়েছিলেন। তাঁর খোঁজ চলছে। ভারতে তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিদেশমন্ত্রক। ভারতীয়দের জন্য তুরস্কের আদানায় বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে। তুরস্ক ও সিরিয়া মিলে সেই সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গিয়েছে।