তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পাশামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জন শ্রমিক নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পাটানচেরুতে সিগাচি কেমিক্যালস কারখানায়, যেখানে নিয়মিত কাজ চলাকালীন একটি চুল্লি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে কারখানার ভেতরে আগুন লেগে যায়, যা নিয়ন্ত্রণে আনতে জরুরি প্রতিক্রিয়া দল ঘটনাস্থলে ছুটে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, কোনও পূর্ব সতর্কতা ছাড়াই বিস্ফোরণটি ঘটে, ফলে শ্রমিকরা অজ্ঞান হয়ে পড়েন। অফিসিয়ালদের মতে, ঘটনাস্থলেই ছয়জন শ্রমিক মারা যান, এবং চিকিৎসার সময় আরও দু’জন মারা যান। কমপক্ষে ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।