ঘটনাটি ঘটেছে তিলজলা এলাকায়। তেলের ট্যাঙ্কের ভিতর পড়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। মনে করা হচ্ছে তাঁরা দু’জন ট্যাঙ্কের ভিতর তেলের স্তর মাপতে গিয়েছিলেন। একটি সাবান তৈরির কারখানায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে সেই ট্যাঙ্কারের করে আনা হয়েছিল নিম তেল। ট্যাঙ্কারে তেলের পরিমাণ ঠিক আছে কিনা মাপতে যান এক শ্রমিক। কিন্তু টাল সামলাতে না পেরে ভিতরে পড়ে যান। তাঁকে বাঁচাতে ছুটে যান আর এক জন। কিন্তু যেহেতু ভিতরে তেল ছিল তাই ট্যাঙ্কারের উপরটাও পিচ্ছিল থাকায় তিনিও ভিতরে পড়ে যান। দু’জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।