দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে সপ্তাহ শেষের কয়েকদিন। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হতে পারে শিলা বৃষ্টিও। তবে কলকাতা আদৌ এই বৃষ্টিতে স্বস্তি পাবে কিনা তা এখনও বলা যাচ্ছে না। কিন্তু ভিজবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান,  ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই। উত্তরবঙ্গেরও সব জেলাতেই একইরকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্র ও শনিবার এই বৃষ্টি ভেজাবে গোটা বাংলাকে, কোথাও কম, কোথাও বেশি।