দিল্লি বিমানবন্দরে বাসে আগুন

মঙ্গলবার দুপুর ১:০০ টার দিকে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-তে এয়ার ইন্ডিয়ার SATS বাসে আগুন ধরে যায়। যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত বাসটিতে ঘটনার সময় কোনও যাত্রী বা লাগেজ ছিল না। আগুন লাগার সময় কেবল চালক ভেতরে ছিলেন। কর্মকর্তাদের মতে, দমকলকর্মী, স্থানীয় পুলিশ এবং CISF-সহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানোয় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দিল্লি বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে, “একটি বিচ্ছিন্ন ঘটনায়, এদিন দুপুরের দিকে একজন গ্রাউন্ড হ্যান্ডলার দ্বারা পরিচালিত একটি বাসে আগুন লেগে যায়। স্থলভাগে আমাদের বিশেষজ্ঞ ARFF টিম তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। ঘটনার সময় বাসটি দাঁড়িয়ে ছিল এবং সম্পূর্ণ খালি ছিল। কোনও আহত বা হতাহতের ঘটনা ঘটেনি। বিমান বন্দরের সমস্ত কাজ স্বাভাবিকভাবেই চলছে। আমাদের যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”