দিল্লি-মুম্বই অফিস বন্ধ করল টুইটার

কিছুদিন আগেই বিপুল পরিমাণে কর্মী ছাটাই করে খবরের শিরোনামে উঠে এসেছিল টুইটার। এবার দিল্লি ও মুম্বইয়ের অফিস বন্ধ করার সিদ্ধান্ত নিল তারা। যদিও কর্মী ছাটাইয়ের কথা এখনও শোনা যায়নি। এই দুই অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে কস্ট কাটিংয়ের অংশ হিসেবেই পরিকাঠামোর খরচ কমাচ্ছে সংস্থা। গত বছরই ভারতে প্রায় ২০০ কর্মীকে ছাঁটাই করেছিল টুইটার। দিল্লি, মুম্বই অফিস বন্ধ করার সিদ্ধান্ত নিলেও বেঙ্গালুরু অফিস খোলা রয়েছে। ভারতে এই তিন জায়গাতেই অফিস রয়েছে টুইটারের।