নেপালের ক্রিকেটার সন্দীপ লামিচানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে সম্প্রতি। সন্দীপ নেপাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে ধর্ষণের। তাঁকে ধরতে শেষ পর্যন্ত ইন্টারপোলের দ্বারস্থ হয় নেপাল পুলিশ। ক্যারিবিয়ান ক্রিকেট লিগ খেলছিলেন তিনি। বৃহস্পতিবার দেশে ফেরেন সন্দীপ। তখনই তাঁকে গ্রেফতার করে নেপাল পুলিশ। তবে আবারও তিনি নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন। অভিযোগ ওঠার পর থেকে তিনি বার বার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি নির্দোষ। এদিনও দেশে ফেরার আগেও একই কথা লেখেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন, তিনি এই তদন্তে সবরকম সাহায্য করবেন এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য লড়াই করবেন। আপাতত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে।