সমস্যায় ভারত। অ্যান্টিগা ও বারমুডা হাইকোর্টের রায় অনুযায়ী আপাতত দেশে ফেরানো যাবে না মেহুল চোকসিকে। দেশের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩০০ কোটি টাকা জালিয়াতিতে অভিযুক্ত মেহুল চোকসি। এই বড় অঙ্কের ঋণ নিয়ে দেশ ছেড়ে চলে গিয়ে দক্ষিণ আমেরিকার এই দ্বীপপুঞ্জে আস্তান গাড়ে। এর পর থেকেই তাকে দেশে ফেরানোর চেষ্টা শুরু হয়। তার পর কেটে গিয়েছে দীর্ঘ বছর। ২০১৮-তে দেশ ছেড়েছিল মেহুল চোকসি। এবং সেখানকার নাগরিকত্ব নেয়। এতদিন ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় থাকলেও তাকে সেই তালিকা থেকেও সরানো হল। ভারতে তার জীবন সংশয়ের যে আবেদন জানিয়েছিল মেহুল চোকসি তা মেনে নিয়েছে ইন্টারপোল।