ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার আইন কলেজের নিরাপত্তারক্ষী

দক্ষিণ কলকাতার কসবা এলাকার আইন কলেজের ৫৫ বছর বয়সী এক নিরাপত্তারক্ষীকে শনিবার প্রথম বর্ষের আইনের ছাত্রী ধর্ষণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত চতুর্থ ব্যক্তি গ্রেপ্তার হল। ২৪ বছর বয়সী আইনের এই ছাত্রীকে কলেজের নিরাপত্তারক্ষীর ঘরে নিয়ে গিয়ে তিনজন ধর্ষণ করেছে বলে অভিযোগ। অভিযোগের দু’দিনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করল  কলকাতা পুলিশ। ভয়াবহ এই ঘটনাটি ঘটে ১৫ জুন এবং শুক্রবার প্রকাশ্যে আসে, যা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠছে কলকাতা শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে। এর আগে কলকাতা পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে – মনোজিত মিশ্র, কলেজের ৩১ বছর বয়সী প্রাক্তন ছাত্র, যিনি বর্তমানে আইনজীবী হিসেবে কর্মরত – এবং ১৯ বছর বয়সী জায়েব আহমেদ এবং ২০ বছর বয়সী প্রমিত মুখোপাধ্যায় নামে দুই ছাত্রকে। প্রধান অভিযুক্ত মনোজিত মিশ্র, তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্য বলেও জানা গিয়েছে।