নার্সের অস্বাভাবিক মৃত্যু মহেশতলায়, এলাকায় চাঞ্চল্য

রাত দুটো বেজে যাওয়ার পরও স্বামী বাড়ি না ফেরায় তাঁকে খুঁজতে এলাকায় বেরিয়েছিলেন শিল্পী বিবি। পেশায় নার্স শিল্পীর বয়স ৩৪। রাতেই তাঁর স্বামীর কাছে খবর যায়, বাড়ি থেকে কিছুটা দূরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তাঁর স্ত্রী। এর সেখানে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর স্বামীর দাবি, গলায় শক্ত করে ওড়না প্যাচানো ছিল, যদিও বাইরে থেকে শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। যার বাড়ির সামনে শিল্পীর দেহ পাওয়া গিয়েছে, সেই বাড়ির একজনকে আটক করা হচ্ছে। এলাকার লোকেরা জানিয়েছেন, শিল্পীর গায়ে কাঁদা লাগা ছিল। কিন্তু যেখানে তিনি পড়েছিলেন সেখানে কোনও কাদার নামমাত্র নেই। তাই অন্য কোথায় খুন করে সেখানে এনে ফেলে দেওয়ার তত্ত্বও উড়িয়ে দেওয়া হচ্ছে না। জানা গিয়েছে দেহের পাশে একটি পার্স ও মোবাইলফোন পাওয়া গিয়েছে, যা বাজেয়াপ্ত করেছে পুলিশ। শিল্পীর স্বামীর দাবি খুনই করা হয়েছে তাঁর স্ত্রীকে।