প্রথম দল হিসেবে টি২০ বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল নিউজিল্যান্ড। শুক্রবার আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারানোর সঙ্গেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল কিউইরা। পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে নিউজল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ডের। দু’দলেরই সাত পয়েন্টে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। এদিন প্রথমে ব্যাট করে ১৮৫ রান তোলে নিউজিল্যান্ড। হেরে গেলেও দুরন্ত লড়াই দেয় আয়ারল্যান্ড। বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটিও করে ফেলেন আয়ারল্যান্ড বোলার লিটন। তবে ব্যাট করতে নেমে ১৫০ রানেই থামতে হয় আয়ারল্যান্ডকে।