ভবানীপুরের উপনির্বাচনে প্রিয়ঙ্কা টিবরেওয়াল বিজেপির প্রার্থীর। লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বুধবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনে কমিশনে চিঠি পাঠাল তৃণমূল। এর পর নির্বাচন কমিশনের তরফে প্রিয়ঙ্কাকে চিঠি পাঠানো হয় জবাব চেয়ে। যদিও তিনি জানিয়েছেন, তিনি কোনও বিধি ভঙ্গ করেননি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি প্রার্থী কোভিডবিধি ভেঙেছেন। মনোনয়ন জমা দেওয়ার সময় জমায়েতের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা তিনি মানেননি বলেই অভিযোগ। প্রিয়ঙ্কা জানিয়েছেন, তিনি চিঠি পেয়েছেন। তবে তিনি কোনও নিয়ম ভাঙেননি। তিনি ইতিমধ্যেই চিঠির জবাব দিয়েছেন। সঙ্গে তৃণমূলকে পাল্টা তোপ দেগে বলেছেন, ওরা ভয় পেয়েছে তাই তাঁকে আটকাতে চাইছে।