নেপালে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল বিহারের একটি গাড়ি। জানা গিয়েছে সেই গাড়িতে পাঁচজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে চার জনেরই মৃত্যু হয়েছে। একজনের চিকিৎসা চলছে হাসপাতালে তবে তাঁর অবস্থাও আশঙ্কাজনক। যা খবর বিহারের নম্বরপ্লেট লাগানো গাড়িটি মঙ্গলবার বাগমতী প্রদেশের সিন্ধুলি জেলায় ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায়। গাড়িটি কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। মৃত ও আহতরা সকলেই বিহারের সমস্তিপুরের বাসিন্দা। উদ্ধারকাজে সেনা নামানো হয়েছে। তবে জানা যায়নি তাঁরা বেড়াতে নেপাল গিয়েছিলেন নাকি কোনও কাজে।