ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথম। হরমনপ্রীত কৌরের অধিনায়কত্বে বাজিমাত করেছেন ভারতে মেয়েরা। আর তার ফলই হাতে নাতে পেলেন তিনি। মহিলা ওডিআই প্লেয়ার র্যাঙ্কিংয়ে চার ধাপ উঠে পাঁচ নম্বরে জায়গা করে নিলেন হরমনপ্রীত। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ১১১ বলে অপরাজিত ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ওপেনার স্মৃতি মন্ধনা ও দীপ্তি শর্মারও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ছ’য়ে রয়েছেন মন্ধনা ২৪তম স্থানে রয়েছেন দীপ্তি। পুজা একধাপ উঠে ৪৯-জায়গা পেয়েছেন। অন্যদিকে হার্লিন উঠলেন ৪৬ ধাপ। ঢুকে পড়লেন ১০০-র মধ্যে ৮১-তে।