সোমবার আত্মঘাতী হামলায় কেঁপে উঠেছিল পাকিস্তানের এক মসজিদ। পেশোয়ারের ঘটনা।মুহূর্তের মধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল গোটা চত্তর। মানুষের চিৎকার, হাহাকার আর পোড়া গন্ধে ছেয়ে গিয়েছিল পেশোয়ার। ২৪ ঘণ্টা কেটে গেলেও সেই রেশ এখনও একইরকমভাবে তাজা। প্রতিঘণ্টায় মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। ইতিমধ্যেই তা পেরিয়ে গিয়েছে ৯০-এর গণ্ডি। একটা করে ধ্বংসস্তুপ সরানো হচ্ছে আর বের করে আনা হচ্ছে ঝলসে যাওয়া দেহ। আহতের সংখ্যা প্রায় ১৫০। যে এলাকায় এই বিভৎস ঘটনা ঘটেছে সেটি আফগানিস্তান বর্ডার লাগোয়া। সেখানে আতঙ্কবাদীদের আনোগোনার কথা সকলেরই জানা। বিস্ফোরণের কারণে উড়ে গিয়েছে মসজিদের দেওয়াল। যার ফলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ। আর তাতেই চাপা পড়ে যান বহু মানুষ। জানা গিয়েছে বিস্ফোরণের মুহূর্তে সেখানে উপস্থিত হয়েছিল প্রায় ৩০০-৪০০ মানুষ।