শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের ৫৫৬তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য তাঁর জন্মস্থান নানকানা সাহিবে ভ্রমণকারী একদল তীর্থযাত্রীর মধ্যে ১৪ জন ভারতীয় নাগরিককে প্রথমে পাকিস্তান প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু কর্মকর্তারা তাদের ফেরত পাঠিয়ে দেয় এই অভিযোগে যে তাঁরা শিখ নন হিন্দু। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তান ভ্রমণের জন্য যে ২,১০০ জনের অনুমতি দিয়েছিল, এই ১৪ জন তাদেরই অংশ। ইসলামাবাদ প্রায় একই সংখ্যককে ভ্রমণের নথিপত্র জারি করেছে। মঙ্গলবার আনুমানিক ১,৯০০ জন ওয়াঘা সীমান্ত ক্রসিং দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে, যা মে মাসে চার দিনের সামরিক সংঘাতের পর প্রথমবারের মতো যাতায়াতের জন্য খোলা হল। কিন্তু, এখন জানা যাচ্ছে যে ১৪ জন হিন্দু তীর্থযাত্রী, যাদের সকলেই পাকিস্তানে জন্মগ্রহণকারী সিন্ধি ছিলেন এবং আত্মীয়স্বজনদের সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন, তাদের ফেরত পাঠানো হয়েছে।