পাকিস্তানি তালেবানদের আত্মঘাতী হামলায় ১৩ জন পাকিস্তানি সেনা নিহত এবং বেসামরিক নাগরিকসহ ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা। খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, “একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়িটি একটি সামরিক কনভয়ের সঙ্গে সজোড়ে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে হওয়া বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত, ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন সাধারণ মানুষ আহত হয়। একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, “বিস্ফোরণে দু’টি বাড়ির ছাদও ধসে পড়ে, ছয়জন শিশু আহত হয়।” একজন প্রশাসনিক কর্মকর্তা আরও জানান, আহত চার সেনার অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তান তালেবানের একটি অংশ হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলাকারী শাখা এই হামলার দায় স্বীকার করেছে।