উত্তরাখণ্ড ও হিমাচলের পাহাড়ে হারিয়ে গেলেন ওরা। পাহাড় যে সব সময়ই টানত। তাই বার বার ছুটে যাওয়া ছিল দুর্গম থেকে দুর্গমতর স্থানে। এবারও তার অন্যথা হয়নি। কোভিড জীবন থেকে একটা বছর পুরো কেড়ে নিয়েছে। তাই এবার আর কেউ বেড়ানো মিস করতে চান না। তাই পুজোর ছুটিকে কেন্দ্র করেই প্রচুর বাঙালি বেরিয়ে পড়েছেন এদিক ওদিক। বেশিরভাগই পাহাড়ে। সৌরভ, বিকাশরাও পাহাড় চড়ার নেশায় হাজির হয়েছিলেন উত্তরাখণ্ড ও হিমাচলে। কিন্তু আবহাওয়া চূড়ান্ত খারাপ হয়ে যায়। একে তো বৃষ্টি অন্যদিকে প্রবল তুষারপাতের কবলে পড়েন ট্রেকাররা। ৫ বাঙালি ট্রেকারের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তাঁদের মধ্যে ৩ জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও অনেকে নিখোঁজ বলে জানা যাচ্ছে। উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। এখনও পর্যন্ত মোট ১১ জনের দেহ উদ্ধার হয়েছে।