দিল্লির গোকুলপুরী অঞ্চলে ছেলে, ছেলের বউ ও নাতির সঙ্গে থাকতেন রাধেশ্যাম ভর্মা ও তাঁর স্ত্রী। দু’জনেরই বয়স ৭০-এর উপর। মৃত রাধেশ্যাম সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল। বাড়ির একতলায় স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। দোতলায় থাকতেন তাঁর পুত্র, পুত্রবধূ ও নাতি। মনে করা হচ্ছে তাঁদের পুত্রবধূ মোনিকা তাঁর প্রেমিক ও আর এক ব্যক্তির সাহায্য নিয়ে বৃদ্ধ দম্পতিকে খুন করেছে। রবিবার সন্ধে ৭টা নাগাদ মোনিকাকে দেখা যায় দু’জন ব্যক্তির সঙ্গে বাড়ির ছাদে। সেখানে তারা বেশ কয়েক ঘণ্টা কাটায়। এরপর বৃদ্ধদম্পতির ঘরে ঢোকে। এর পর তাঁদের গলা কেটে খুন করা হয়। বৃদ্ধ দম্পতির ছেলে তাঁর বাবা-মাকে শেষ দেখেছিলেন রবিবার রাত ১০.৩০ নাগাদ। মনে করা হচ্ছে সম্পত্তি সংক্রান্ত কারণে খুন করা হয়েছে তাঁদের। বাড়ির বিক্রির আগাম চার লাখ টাকাও পাওয়া যাচ্ছে না। মোনিকাকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই ব্যক্তির খোঁজ চলছে।