ওড়িশার পুরীতে রথযাত্রা চলাকালীন পদপিষ্ট হয়ে তিনজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। জগন্নাথ, বলভদ্র এবং শুভদ্রার মূর্তি বহনকারী তিনটি রথ জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে পৌঁছানোর সময় এই ঘটনা ঘটে। রবিবার ভোর ৪.৩০-এর দিকে, পবিত্র রথগুলি গুন্ডিচা মন্দিরে পৌঁছয় এবং দর্শনের জন্য প্রচুর ভিড় জমেছিল। ভিড় বাড়তে থাকায় কিছু ভক্ত পড়ে যায় এবং পদপিষ্টের মতো ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এদের মধ্যে প্রভাতী দাস এবং বাসন্তী সাহু নামে দুই মহিলা এবং ৭০ বছর বয়সী প্রেমাকান্ত মোহান্তি রয়েছেন। জানা গিয়েছে, তিনজনই খুরদা জেলার বাসিন্দা এবং রথযাত্রার জন্য পুরীতে এসেছিলেন।