বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে দিল্লি ও সংলগ্ন এলাকায়। টার ফলে স্বাভাবিক জীবনযাপন বড় ধাক্কা খেয়েছে। শনিবারই দেখা গিয়েছিল, আইআইটি ফ্লাইওভারের নিচের রাস্তায় একটা বড় অংশে ধস নেমে অনেকটা গর্ত হয়ে যায়। রবিবারও সেখানে চলছে বৃষ্টি। রবিবার দিল্লির ঘুমই ভেঙেছে প্রবল বৃষ্টির মধ্যে। বেশ কিছু জায়গা জলবন্দি হয়ে রয়েছে। যার সঙ্গে জমুনা নদীর জলস্তর বিপদসীমার কাছ দিয়ে বইছে। এদিন সকাল ৯টায় যার উচ্চতা ছিল ২০৫.০৩ মিটার। বিপদসীমা থেকে সামান্যই কম। শনিবার থেকে জলস্তর কমলেও রবিবারের বৃষ্টিতে তা আবার ঊর্ধ্বমুখি। উত্তর দিল্লির অনেকাংশে জল জমে রয়েছে। রবিবারের জন্য হলুদ সঙ্কেত জারি করা হয়েছে। সোমবার কমলা সঙ্কেত জারি করা হয়েছে আগাম।