ঘটনাটি ঘটেছে লেদার কমপ্লেক্স এলাকায়। ভাঙর এলাকায় গত ১৩ অক্টোবর ঘটে এই ঘটনা। মুসলিমা বিবি নামের ওই মহিলা তার স্বামী আলি গাজিকে ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে অচেতন করে দেয়। সেই অবস্থায় তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়। আলি গাজির স্ত্রী মুসলিমা তার প্রেমিককে সঙ্গে নিয়েই যে এ ঘটনা ঘটিয়েছে তা পুলিশের জেরায় স্বীকার করে নেয়। কিন্তু প্রেমিক এখনও অধরা। মুসলিমা জানায়, তার সঙ্গে স্বামীর সুসম্পর্ক ছিল না। অশান্তি লেগেই থাকত। তখনই এলাকারই বাসিন্দা এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। যে তার থেকে ১১ বছরের ছোট। তবে দু’জনেই সংসার করার স্বপ্ন দেখেছিল বলে জানায় সে। বাড়িতে তার ছেলে ও ছেলের স্ত্রীও ছিলেন। তাঁদেরও ঘুমের ওষুধ দেয় মুসলিমা। তাঁরাই সম্বিত ফিরলে আনসারকে হাসপাতালে নিয়ে গেলে শ্বাসরোধ করে মৃত্যুর তত্ত্ব সামনে আসে।