৫৮ বছর বয়সে প্রয়াত হলেন বিসিসিআই-এর প্রাক্তন সচিব অমিতাভ চৌধুরী। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসার কোনও সুযোগ পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। তিনি এক সময় ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সচিব পদে ছিলেন। সেই দায়িত্ব সামলান ১০ বছর। তার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বও সামলেছেন কঠিন সময়ে। এদিন ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার তরফেই প্রথম তাঁর মৃত্যুর খবর সামনে আসে। আইপিএস অফিসার থেকে ক্রিকেট প্রশাসক—তাঁর এই জার্নিটাও মানুষের কাছে গল্পের মতো। ভারতীয় দলের টিম ম্যানেজার হয়ে পড়তে হয়েছিল চ্যাপেল-সৌরভ দ্বন্দ্বের মধ্যে। সামলাতে হয়েছে বিরাট-কুম্বলে দ্বন্দ্বও। এহেন ব্যক্তিত্বের প্রয়ানে শোকের ছায়া ক্রিকেট মহলে।